খেলা
আবারো পেছালো মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল
স্পোর্টস রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবারগত মার্চে উইমেনস সুপার লীগ শুরুর ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জমকালো আয়োজন করে লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। তবে দুই দফা তারিখ বদল করেও মাঠে গড়ায়নি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। পরিবর্তিত তারিখ নিয়েও রয়েছে ধোঁয়াশা। গত ১৫ই মে শুরু হওয়ার কথা ছিল উইমেনস সুপার লীগ। মে মাসের শেষ দিকে এসে জরুরি সভা ঢেকে আবার প্রতিযোগিতা শুরুর দিনক্ষণ জানায় বাফুফে। তখন বলা হয়েছিল ১০ জুনের কথা। কিন্তু এবারও কথা রাখতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কবে নাগাদ টুর্নামেন্ট মাঠে গড়াবে, তাও বলতে পারেননি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগে দলগুলো আমাদের নিশ্চয়তা দিয়েছিল, যে কারণেই হোক, তারা সরে দাঁড়িয়েছে। এখন আমরা নতুন করে টিম খুঁজছি। কিছু এগিয়েছে। আমরা এ মাসেই করব নাকি পরের মাসে করব- তো এ ব্যাপারগুলো চূড়ান্তভাবে আপনাদের জানাতে হলে এখনও তিন-চার দিন সময় লাগবে।’
বাফুফের এমন সিদ্ধান্তহীনতায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। এটা নিয়ে আমি হতাশ। এটা নিয়ে আমি আর এখন কোনো আশা দেখি না। মেয়েরা এটা নিয়ে অনেক আশাবাদী ছিল, কিন্তু ফাইনালি এটা হচ্ছে না।’ সাবিনা বলেন, ‘এর আগে যখন টুর্নামেন্ট শুরুর তারিখ বদল হলো, তখন মেয়েদের আমি বুঝিয়েছিলাম, আশাও দেখিয়েছিলাম, কিন্তু এখন আর সেটাও দেখাতে পারছি না। আমার এবং আরও কয়েক জনের ভারতে খেলার প্রস্তাব ছিল, এই টুর্নামেন্টের জন্যই আমরা যেতে পারিনি। এখন এটাও হচ্ছে নাৃআর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম কেবল আমরা।’