খেলা
ক্যাঙ্গারুদের লেজেও ভোগান্তি ভারতের
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, রবিবারঅস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ভারতীয় বোলাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দফায় ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তোলে অজিরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার টপ অর্ডাররা। দুইশ’ ছোঁয়ার আগেই হারায় ৬ উইকেট তবে। তবে লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। অবস্থা এমন যে, ক্যাঙ্গারুদের লেজের দৌরাত্মে ভোগান্তি বাড়লো ভারতের। দ্য ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১২৩ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১, উসমান খাজা ১৩. স্টিভেন স্মিথ ৩৪ এবং ট্রাভিস হেড ১৮ রানে আউট হন। গতকাল মার্নাস লাবুশেন ৪১ এবং ক্যামেরুন গ্রিন ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন। তবে রানের খাতায় আর কোনো রান না যোগ করেই সাজঘরে ফেরেন লাবুশেন। গ্রিন ফেরেন ২৫ রান নিয়ে। দলীয় ১৬৭ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর সপ্তম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অ্যালেক্স ক্যারি এবং প্যাট কামিন্স। দুই ব্যাটার মিলে ৯৩ রান তোলেন। মিচেল স্টার্ক ৪১ রানে আউট হলে ভাঙে এই জুটি। ১০৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার ক্যারি। দলীয় ২৭০ রানে ৮ম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (৫)। এরপর ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রান তোলে ভারত। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করলো অস্ট্রেলিয়া। এতে ৪৪৪ রানের টার্গেট পেলো ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৫৮ রানের খরচায় ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং উমেশ যাদব। একটি উইকেট পান মোহাম্মদ সিরাজ।