খেলা
‘পিএসজিতে কারও সঙ্গে খারাপ আচরণ করেননি মেসি’
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, রবিবার
লিওনেল মেসির প্যারিস ত্যাগ কি স্বাভাবিক ছিল? আপাত দৃষ্টিতে মনে হলেও তা কিন্তু নয়। আর্জেন্টাইন সুপারস্টারের পিএসজি ছাড়ার পেছনে বেশকিছু বিষয় প্রভাবক হিসেবে কাজ করেছে। লা প্যারিসিয়ানদের প্রস্তাবিত চুক্তি মনোঃপুত না হওয়া, ঘনঘন পিএসজি সমর্থকদের দুয়ো শোনা। তাছাড়া খোদ মেসিই বলেছেন, পিএসজিতে কাটানো দুই বছর সুখে ছিলেন না তিনি। পার্ক দেস প্রিন্সেসের পরিবেশ যতই প্রতিকূল থাকুক, মেসি কিন্তু কারোর সঙ্গে বিরূপ আচরণ করেননি। দাবি সাবেক পিএসজি তারকা আন্দের এরেরা। গত ৩১শে জানুয়ারি স্প্যানিশ লা লিগার দল অ্যাটলেটিক বিলবাওয়ে যোগ দেন আন্দের এরেরা। তার আগে এক মৌসুম পিএসজিতে কাটান স্প্যানিশ মিডফিল্ডার। পিএসজিতে খেলার সুবাদে মেসিকে কাছ থেকে দেখেছেন এরেরা। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে তার তৈরি হয়েছিল বন্ধুত্বসূলভ সম্পর্কও। সম্প্রতি আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসান এরেরা। তিনি বলেন, ‘সতীর্থ হিসেবে সে আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ফুটবলার হিসেবে আমি তাকে দারুণ পছন্দ করি। তবে সতীর্থ এবং মানুষ হিসেবে আমি আরও বেশি পছন্দ করি।’
এরেরা বলেন, ‘(পিএসজিতে) সে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেনি। তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ হয়েছিল আমার। ডি মারিয়া, পারাদেস, তাদের পরিবারসহ একসঙ্গে খেতেও গিয়েছিলাম। দেখেছি, তাদের সন্তানেরা এবং পরিবার অন্যের প্রতি কতটা শ্রদ্ধাশীল। এটা আপনাকে এই অনুভূতি দেয় যে তারাও সাধারণ মানুষ। অথচ সাত ব্যালন ডিঅরসহ মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়।’ পিএসজিতে খেলা অবস্থায় মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্বের খবর ছড়ায় গণমাধ্যমে। এটিকে ভুয়া দাবি করে আন্দের এরেরা বলেন, ‘এটা মিথ্যা যে এমবাপ্পের সঙ্গে কোনো বিরোধ ছিল তার। আমি জানি না কেন গণমাধ্যমগুলো একজনকে প্রশংসা করার জন্য অন্যকে ছোট করে। সে স্বভাবগতভাবেই একজন বিজেতা। সে সবসময় সেরাটা দেয়ার চেষ্টা করে। সবকিছুকে সে গুরুত্বসহকারে দেখে।’ লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদান নিয়ে এরেরা বলেন, ‘আমি তার জন্য খুব খুশি। মায়ামি তার এবং পরিবারের জন্য খুবই আকাঙ্ক্ষিত গন্তব্য। সেখানকার লীগ দারুণ উন্নতি করছে এবং দেশটিও বৈশ্বিকভাবে ক্ষমতাশালী।’