ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

অন্য এক বুবলী

স্টাফ রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবার
mzamin

আহা। কি যে পরীর মতো সুন্দর অর্পা! যেন জীবনে কেউ কোনোদিন এমন অপরূপা চোখের সামনে দেখেইনি। অর্পা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, মানুষটাও ভীষণ নরম মনের। মুহূর্তে আপন করে নিতে জানে। গান জানে, হাতের কাজ পারে, রান্না ভালো, আরও যে কতো কি সেটা বলে শেষ করা যায় না। কিন্তু এতকিছুর পরেও অর্পা কি স্বপ্নের জীবন খুঁজে পেলো? যাকে অবলম্বন করে অর্পা স্বপ্ন সাজাতে চাইলো সে কি তাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিল? অর্পার জীবনটা কি অর্পার মতোই সুন্দর? এ কোন খাঁচায় বন্দি অর্পা? সেকি শেষ পর্যন্ত মুক্তির দেখা পাবে? বাঙালি রমণীর এ চিরায়ত বঞ্চনার শেষ কি প্রাপ্তির আনন্দে শেষ হতে পারে না?

এসব প্রশ্নের উত্তরে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রহেলিকা’ একটি গল্প প্রধান সিনেমা। এই সিনেমা দাঁড়িয়ে আছে কিছু চরিত্রের প্রাপ্তি, অপ্রাপ্তি আর নিয়তির ইচ্ছার ওপর। এক অপূর্ব সুন্দরী অর্পার জীবনের চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশের টানাপড়েনে যে রহস্যের ধূম্রজাল তৈরি হয়েছে তাই ধারণ করেছে ‘প্রহেলিকা’। এখানে অন্য এক বুবলীকে দেখতে পাবেন সবাই। 

অর্পা চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা বুবলী বলেন, প্রহেলিকা'র পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই।

বিজ্ঞাপন
যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কীভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে প্রহেলিকার গল্পে। উল্লেখ্য, রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status