বিনোদন
কাজলের লুকোচুরি
বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৩, রবিবার
অভিনয়ে যেমন দক্ষ, তেমন দক্ষ সংসারেও। নব্বইয়র দশকে কাজল ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। কখনো তার পথচলায় বড় ধাক্কা আসেনি। কিন্তু আচমকা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতির ঘোষণা দিয়ে জানান, কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন। যদিও কয়েক ঘণ্টা পরই ফের সামাজিক মাধ্যমে দেখা মেলে তার। বর্তমানে কাজল কাজ করছেন ‘দ্য গুড ওয়াইফ’ নামের একটি সিরিজে। ধারণা করা হচ্ছে, এই সিরিজের প্রচারের জন্যই এমন লুকোচুরি কাজলের।