বিনোদন
ইরফান-তানিয়ার ‘চেকমেট’
স্টাফ রিপোর্টার
১১ জুন ২০২৩, রবিবার
ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা-অভিনেত্রীরা। দর্শকদের মনে জায়গা করতে অক্লান্ত পরিশ্রম করছেন নির্মাতারাও। কিছুদিন আগেই ঈদের জন্য একটি নাটকের শুটিং শেষ করলেন নির্মাতা জামাল মল্লিক। অনুপম দাস রচিত নাটকটির নাম ‘চেকমেট’। এতে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি ও ইরফান সাজ্জাদ। নাটকটিতে রানী ও রকি চরিত্রে অভিনয় করেছেন এই জুটি। আসন্ন ঈদে বিটিভিতে নাটকটি দেখা যাবে ।