বিনোদন
দুই নায়কের ‘বিয়ে বিভ্রাট’
বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৩, রবিবার
এক কনের দুই বর থাকলে ‘বিয়ে বিভ্রাট’ তো হবেই। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় পড়েছেন এমন অবস্থায়। বরের বেশে দু’জন, যার রশি টেনে ধরে আছেন কনে অভিনেত্রী লহমা ভট্টাচার্য। তবে এসবই হয়েছে পরিচালক রাজা চন্দের ইশারায়। সম্প্রতি রাজা চন্দ পরিচালিত ‘বিয়ে বিভ্রাট’ ছবির প্রকাশিত পোস্টারে এমন চিত্র উঠে এসেছে। ১৪ই জুলাই সিনেমাটি মুক্তি পাবে।