বিনোদন
‘চিরঞ্জীব মুজিব’র বিশেষ প্রদর্শন
স্টাফ রিপোর্টার
১০ জুন ২০২৩, শনিবার
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানাতে আইএফআইসি ব্যাংক তাদের প্রধান কার্যালয়ে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনের আয়োজন করে। গত বৃহস্পতিবার আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। এ ছাড়াও দেশব্যাপী ব্যাংকের ১২৭৬টি শাখা-উপশাখায় ভার্চ্যুয়ালি প্রদর্শন করা হয় ছবিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। এ সময় চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার শুভেচ্ছা স্মারক হিসেবে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চলচ্চিত্রটির পোস্টার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।