বাংলারজমিন
মাগুরা জেলা আওয়ামী লীগের সমাবেশ
মাগুরা প্রতিনিধি
৯ জুন ২০২৩, শুক্রবারমাগুরায় ঐতিহাসিক ৬-দফা দাবি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় শহরের নোমানী ময়দানস্থ সেগুন বাগিচা এলাকায় এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, রানা আমীর ওসমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সভায় প্রত্যেক বক্তা ৬-দফা দাবির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সমাবেশে জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]