বাংলারজমিন
লাউয়াছড়া বনে পথহারানো দুই পর্যটককে উদ্ধারে তিন ঘণ্টার অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
(১ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১১:১১ পূর্বাহ্ন

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসে পথ হারিয়ে গহীন বনে চলে যাওয়া দুই শিক্ষার্থীকে (পর্যটক) উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। সোমবার রাত ৯টার দিকে গহীন বন থেকে তাদের উদ্ধার করা হয়। এরআগে সোমবার বিকেলে পর্যটক ওই দুই শিক্ষার্থী পর্যটক গহীন বনে চলে যায়। পরে তারা ৯৯৯ নম্বরে কল করায় প্রায় ৩ ঘণ্টার অভিযান শেষে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ ও থানা পুলিশের সদস্যরা মিলে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া পর্যটকেরা হলেন- ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান শুনোক্কি (২৬) ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫)। পর্যটকদের উদ্ধারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগ।
জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে একদল শিক্ষার্থী লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। টিকেট কেটে সবাই লাউয়াছড়ায় প্রবেশ করে বিভিন্ন ট্রেলপথে প্রবেশ করেন। কিন্তু তারা পথ হারিয়ে গহীন বনে চলে যায়। পথ খুঁজে না পেয়ে সন্ধ্যায় তারা মোবাইল থেকে ৯৯৯-এ খবর দেয়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, কমলগঞ্জ থানা ও বনবিভাগ লোকজনসহ গাইডরা লাউয়াছড়ায় পৌঁছে তাদেরকে খুঁজতে থাকেন। প্রায় ৩ ঘন্টায় অভিযান চালিয়ে রাত ৯টার দিকে তাদেরকে একটি ট্রেল পথের গহীন জায়গায় খুঁজে পান। পরে তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গলে একটি হোটেলে পৌঁছে দেয়া হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুজন পর্যটক শিক্ষার্থী লাউয়াছড়ার গহীন বনে চলে যায়। তারা পথ হারিয়ে ফিরতে না পেরে ৯৯৯ নম্বরে কল করে। পরে বনবিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যরা বনের ভেতরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।