ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সুইডেনের আবেদন মেনে নিতে তুরস্ককে অনুরোধ ন্যাটো প্রধানের

মানবজমিন ডেস্ক
৬ জুন ২০২৩, মঙ্গলবার

সুইডেনকে ন্যাটোতে যুক্ত হওয়ার পথে বাধা না দিতে তুরস্কের প্রতি অনুরোধ জানিয়েছেন সামরিক জোটটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। ন্যাটোয় সুইডেনকে নেয়া নিয়ে নতুন করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে কথা বললেন ন্যাটো প্রধান। রোববার এরদোগান এবং তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন ন্যাটো প্রধান। হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, আলোচনা শেষে ইস্তাম্বুলে সাংবাদিকদের মুখোমুখি হন স্টলটেনবার্গ। এসময় তিনি বলেন, সুইডেন ন্যাটো সদস্য হলে তারা আরও নিরাপদ হবে এবং তুরস্কও আরও শক্তিশালী হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সুইডেনের যোগদান চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি। 

তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের কর্মকর্তারা আগামী সপ্তাহে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে বৈঠকে বসবেন। স্টলটেনবার্গ বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড সম্পর্কে তুরস্কের উদ্বেগ দূর করা হবে। মার্চ মাসে তুরস্ক সদস্যপদ পাওয়ার জন্য ফিনল্যান্ডের আবেদনে অনুমোদন দেয়।

বিজ্ঞাপন
এর মধ্যদিয়ে এপ্রিলে ফিনল্যান্ড ন্যাটোর ৩১তম সদস্য হয়। কিন্তু সুইডেনের আবেদন প্রত্যাখ্যান করে তুরস্ক। ট্রান্সআটলান্টিক জোটে যোগদানের জন্য এর সকল সদস্যের অনুমোদন পেতে হয়। এ কারণে সুইডেনের ন্যাটো সদস্য হওয়া এখন তুরস্কের হাতে ঝুলে আছে। স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে এরদোগান অভিযোগ জানিয়েছেন, সুইডেনের একটি অংশ কুর্দ যোদ্ধাদের সমর্থন করে। এর অর্থ, তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। এ কারণেই সুইডেনের ন্যাটোয় যোগদান তুরস্ক মেনে নেবে না।

 জবাবে স্টলটেনবার্গ বলেন, গত কয়েক মাসে সুইডেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাসবাদের সমর্থকদের জন্য নতুন আইন তৈরি করা হয়েছে। ফলে তুরস্ক এবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। সুইডেন এবং ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে ইউরোপীয় রাজনীতিতে সমদূরত্বের নীতি নিয়ে চলছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তারা পুরনো নীতি থেকে সরে আসে এবং ন্যাটোয় যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করে। ফিনল্যান্ডের ক্ষেত্রে সমস্যা না হলেও সুইডেনকে নিয়ে আপত্তি জানায় তুরস্ক। আগামী ১১ থেকে ১২ই জুলাই লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরমধ্যেই সুইডেনকে ন্যাটোতে যুক্ত করতে চায় জোটটি। তাই আগেভাগেই বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছেন ন্যাটো প্রধান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করেও এ বিষয়ে আলোচনা করেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status