দেশ বিদেশ
ডিএনসিসি হাসপাতালে বিনামূল্যে মিলবে হিটস্ট্রোক আক্রান্তদের সেবা
স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবারঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। এতে বিনামূল্যে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে দেয়া হবে। ডিএনসিসি’র মুখপাত্র আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।
এর আগে শনিবার রাজধানী জুড়ে মাঝারি থেকে তীব্র তাপদাহের সতর্কতার প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ৬টি নির্দেশনা দেন ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, তীব্র তাপদাহে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতিটি নাগরিককে সচেতনভাবে জীবনযাপন করতে হবে। ডিএনসিসি’র নিজস্ব ওয়েবসাইটে তাপদাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলেও জানান তিনি।