অনলাইন
আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নিজের পায়ে চলবে, কারো মুখাপেক্ষী হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে তা নিয়ে মাথাব্যাথা করে কোনো লাভ নাই। ২০ ঘণ্টা প্লেন জার্নি করে, আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে অনেক মহাসাগর আছে, মহাদেশ আছে। সেই মহাদেশে আমরা যাতায়াত করব, বন্ধুত্ব করবো। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে। আরো উন্নত হবে। আরো চাঙ্গা হবে।
প্রধানমন্ত্রী শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, কানাডার হাইকোর্ট ওই বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণ কোথায় সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আর সেটা মাথায় রেখেই কাজ করে আজকে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। ২০৪১ সালে দেশ উন্নতদেশে পরিণত হবে। ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, জনগণের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। তারা জানে একমাত্র নৌকায় ভোট দিলেই তাদের ভাগ্যের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট দিয়ে উন্নত জীবন পেয়েছে। নৌকায় ভোট দিয়ে ডিজিটাল দেশ পেয়েছে। নৌকায় ভোট দিয়ে স্কুল, কলেজ মাদ্রাসা সবকিছুর উন্নতি হয়েছে। আওয়ামী লীগ থাকলে সকলের কাজ করে, সকলের সেবা করে। আওয়ামী লীগ ত্যাগ করতে এসেছে। ভোগে বিশ্বাস করে না। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সেভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।
পাঠকের মতামত
খুব ইচ্ছে করে কিছু বলি --------------------- ।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার ছেলে মেয়ে কেন আমেরিকা পাঠাইছেন। তাদেরকে দেশে থাকতে বলুন।
এই কথাটা কইতে এত দেরী করলেন কেন?!
বাংলা হচ্ছে ডিজিটাল, সবকিছুতেই টাল মাটাল, কুমড়াতে খুজি পিয়াজের ঝাল, মাংশের পরিবর্তে পুষ্টি যোগায় কাঠাল। তেলের পরিবর্তে পানি দিয়ে তরকারী করবে লাল। পায়রা বিদ্যুত বন্ধে দেখা দিয়েছে বিদ্যুতের আকাল, প্রোপাগান্ডায় এখনো শীর্ষে সবার হাতে দিয়েছে নাকি স্মার্ট মোবাইল। আমেরিকার নিষেধাজ্ঞায় ফুলে গেছে গাল, এবার নাকি আমেরিকা ছেড়ে চীন কুরিয়া মায়ানমারের দিকে তুলবে নৌকার পাল। স্মার্ট বাংলাদেশের একি হলো গোলমাল?
এতকিছু করছেন বুঝলাম, তাহলে জনগন আপনাদের ভোট দিবে,এখন জনগন ভোট দিতে পারে এর ব্যবস্থা করেন।
Salute the brave speech of PM against USA.
ডিজিটাল দেশ পেয়েছি। ডিজিটাল চোরও পেয়েছি। এক প্রকল্পের মেয়াদ ক্রমান্বয়ে বাড়িয়ে শত শত কোটি টাকার লুটপাত দেখছি। চাল প্রায় ১০০ টাকা কেজি। ৪ টাকার বাসের ভাড়া ২০ টাকা দিতে হয়। বাসভাড়া বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, বাসে তার লিস্ট টাঙানো ছিল কয়েকদিন। এখন অনুমোদনহীন মেশিন দিয়ে তিনগুন বেশি ভাড়া দিতে পারছি। জমানো অর্থ শেষ করতে পেরেছি। ব্যাংকের সব অর্থ সরকার ঋণ নিয়েছে। শেয়ারবাজার লুট হয়েছে। ভোট কেন্দ্রে যেয়ে শুনি আমার ভোট দেয়া হয়ে গেছে। কোটি কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। এসবই ডিজিটাল উন্নতি। আমরা তো উন্নতি করছিই। ফ্লাইওয়ার পেয়েছি। তাতে দ্বিতল জ্যাম পেয়েছি। ওভারব্রিজ পেয়েছি। ভাল রাস্তা খোড়াখুড়ি পেয়েছি। বিদ্যুত কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। এসবই ডিজিটাল উন্নতির ফল। সবজি প্রতি কেজি ৮০ টাকার নিচে নেই। মরিচ ১২০ টাকা।এ ঘন্টা পর পর লোডশেডিং পেয়েছি। অফিসে যেতে হলে রাস্তায় তিন চার ঘন্টা বসে থাকা পেয়েছি। জমানো টাকা ভেঙে খেয়ে এখন পথে বসতে বাকি আছে আমাদের। খারাপ কোথায় আছি? আমরা তো উন্নত দেশে পরিণত হচ্ছি। তাই না????????
সেই উন্নয়নের বহিঃপ্রকাশ এখন বিদ্যুৎ পাই না। আর সকল সবজির কেজি ৮০ টাকা।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]