শরীর ও মন
পাইলস হলে ভয় নয় সঠিক চিকিৎসা নিন
ডা. মোহাম্মদ তানভীর জালাল
২ জুন ২০২৩, শুক্রবারপাইলস মলদ্বারের নিচের দিকে অবস্থিত। এটি রক্তনালি দিয়ে পূর্ণ থাকে এবং মল ও বাতাস ধরে রাখতে সাহায্য করে। মলদ্বার দিয়ে পাইলস বের হয়ে আসা, মলদ্বার দিয়ে রক্ত পড়া বা ব্যথা ও অস্বস্তি হওয়াই পাইলস রোগ। তবে রোগ নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। পাইলস দুই ধরনের। বহিস্থ ও অভ্যন্তরীণ।
বহিস্থ পাইলস
মলদ্বারের মুখে ও বাইরে হয় এবং চামড়ার নিচে থাকে কিন্তু ব্যথা অনুভূত হয় না। মলত্যাগের সময় চাপ দিলে বা বেশিক্ষণ ধরে মলত্যাগ করলে বাইরের পাইলসের মধ্যে রক্ত জমাট বেঁধে তা শক্ত হয়ে গিয়ে ব্যথা করতে পারে। কিছু ক্ষেত্রে ফেটে রক্ত বের হতে পারে। অনেক দিন ধরে পাইলস থাকলে মলদ্বারে চুলকানি ও মলদ্বার পরিষ্কার করতে অসুবিধা হয়।
অভ্যন্তরীণ পাইলস
এ ধরনের পাইলসের উপসর্গ হলো, মলদ্বার দিয়ে রক্ত পড়া ও মলদ্বার বের হয়ে আসা। বের হয়ে আসা পাইলস ভেতরে ঢোকানো সম্ভব না হলেই শুধু ব্যথা হতে পারে।
কারণ
সবসময় মলত্যাগে চাপ দেয়া, দীর্ঘক্ষণ ধরে মলত্যাগ করা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গর্ভাবস্থা, অনিয়মিত মলত্যাগ, বার্ধক্য, খাদ্যাভ্যাসে অনিয়ম, বংশগত ও অপরিচ্ছন্ন জীবনযাপন।
প্রাথমিক করণীয়
শাক-সবজি, সালাদ, আঁশ-জাতীয় ও তরল খাবার বেশি করে খেলে পাইলসে প্রাথমিকভাবে উপকার পাওয়া যায়। একই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেয়া যাবে না। মলদ্বারের ব্যথায় সিজ বাথ আরাম দেবে। বহিস্থ পাইলসে বেশি ব্যথা হলে অপারেশন প্রয়োজন হতে পারে।
চিকিৎসা ব্যান্ড লাইগেশন
এ পদ্ধতিতে রক্ত সরবরাহ বন্ধ করতে পাইলসের ওপর একটি ব্যান্ড পরিয়ে দেয়া হয়। পরবর্তী সময়ে পাইলস ও ব্যান্ড ঝরে পড়ে যায়। দুই সপ্তাহের মধ্যে ঘা শুকিয়ে যায়। এই চিকিৎসার পর কিছু ক্ষেত্রে রক্ত যেতে পারে এবং মলদ্বারে অস্বস্তি হতে পারে।
ইনজেকশন ও ইনফ্রারেড
পাইলস মলদ্বারের ভেতরে থাকলে ব্যথামুক্ত এই চিকিৎসা করা হয়।
অপারেশন পদ্ধতি
অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পাইলস সম্পূর্ণ কেটে ফেলা যায়। যদি ব্যান্ড লাইগেশন বা ইনজেকশন দেয়ার পর পাইলস আবার হয় অথবা যদি অনবরত রক্তপাত হয় বা পাইলস যদি ভেতরে ঢোকানো সম্ভব না হয়, তাহলে পাইলস অপারেশন করাতে হয়। বহিস্থ পাইলসের ভেতরে বার বার রক্ত জমাট বেঁধে গেলে পাইলস অপারেশন করে ফেলতে হবে।
লংগো অপারেশন
এই পদ্ধতিতে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে অভ্যন্তরীণ পাইলস কেটে ফেলা হয়। অপারেশনের তিন-চার দিনের মধ্যে স্বাভাবিক কাজ করা যায়।
লেখক: সহযোগী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারি বিভাগ) কলোরেক্টাল, লেপারোস্কপিক ও জেনারেল সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বার: ১৯ গ্রীন রোড, এ. কে. কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা। ফোন: ০১৭১২৯৬৫০০৯