শেষের পাতা
পুলিশের বিশেষ ভাতার প্রস্তাব নাকচ
স্টাফ রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবারপুলিশ সদস্যদের জন্য বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তরের একটি আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। পরে বিষয়টি যাচাই বাছাই শেষে তা নাকচ করা হয়। প্রবিধি অনুবিভাগ-৩ এর উপ-সচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গতকাল অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির বিষয়টি জানানো হয়।
নথিতে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শ্রান্তি বিনোদন ছুটি ব্যতীত ভাতা প্রদানের সুযোগ নেই বিধায় জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রথম দুই বছর ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং ৩য় বছর মূল বেতনসহ ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হলো। নথিটি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মো. তারিক গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানান, আবেদন বাতিলের বিষয়টি এখনো তারা জানতে পারেননি।