ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে প্রার্থিতা ফিরে পেলেন মেয়রপ্রার্থীসহ ৮ কাউন্সিলর প্রার্থী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবার

 সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১ জন মেয়র পদপ্রার্থীসহ ৮ জন। গত মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন আপিল বোর্ডের প্রধান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মেয়র পদপ্রার্থীদের ১ জন। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের ৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন নারী কাউন্সিলর তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে প্রার্থিতা ফিরে পেতে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর পদপ্রার্থী আপিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পেলেন যারা তারা হলেন- স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. শাহ জাহান মিয়া। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৪ নম্বর ওয়ার্ডের তাহমিনা বেগম ও ৬ নম্বর ওয়ার্ডের মোছাঃ কামরুন নাহার চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৮ নম্বর ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডের আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডের মাওলানা মো. রফিকুল ইসলাম ও ৩৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাজ উদ্দিন লাল প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়ন বাতিল হয়েছে যাদের তারা হলেন- মেয়র পদে দুই স্বতন্ত্র মেয়রপ্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী। এ ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী ২ নম্বর ওয়ার্ডের জুমানা আক্তার জুঁই ও ৫ নম্বর ওয়ার্ডের আয়শা বেগম। তবে আপিলে সাধারণ কাউন্সিলরের সবাই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত ২৫শে মে যাচাই-বাছাইকালে মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেয়ায় শাহ জাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির। আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেয়ায় তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল করে দুই স্বতন্ত্র মেয়রপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর ভাগ্য ফেরেনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া সমর্থক ভোটার তালিকায় ত্রুটির জন্য তাদের মনোনয়ন বাতিল হয়েছিল। মাওলানা জাহিদ খেলাফত মজলিসের সিলেট জেলার সহ-সভাপতি। শুনানিতে একজন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status