বাংলারজমিন
কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা আদর্শবান হয়ে উঠবে: মেয়র আরিফ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারসিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিশুদের নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা আদর্শবান হয়ে উঠবে। শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। ভালো শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠন করা যায়। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ভার্তখলা মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা ভালো শিক্ষা অর্জন করে দেশ ও জাতির জন্য কাজ করবে। তিনি গতকাল সকাল ১১টায় সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্তখলা সিলেটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বৃত্তি প্রদান ও শুকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম হাসান, মুখলিছুর রহমান, আব্দুল মালিক মারুফ, হাজী আব্দুল আহাদ মিয়া, আব্দুস সাত্তার, মাওলানা বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, ড. আখলাক আহমদ, হাজী মুক্তা মিয়া, জাহাঙ্গীর আলম, জামিল আহমদ, সফিক মিয়াসহ জামেয়ার উস্তাদবৃন্দ প্রমুখ।