শেষের পাতা
সিলেটে আনোয়ার, বাবুলকে ইসি’র নোটিশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩১ মে ২০২৩, বুধবার
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় সিলেটের দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এ নোটিশ দেন। আগামী তিন দিনের মধ্যে দু’প্রার্থীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন- নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে দেখা গেছে; গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। এ জন্য তিন কার্যদিবসের মধ্যে প্রার্থী নিজে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব প্রদানের অনুরোধ জানানো হয়। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মানবজমিনকে বলেন- তিন কার্যদিবসের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার কারণে এই নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এদিকে- সিলেট সিটি নির্বাচনে প্রার্থীদের সরব প্রচারণা নিয়ে ক্ষুব্ধ নগরের মানুষ।
নিয়ম অনুযায়ী ২রা জুন প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচারণায় নামার কথা। কিন্তু কোনো মেয়র প্রার্থীই সে নিয়ম মানেননি।
তিনি কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সোমবার বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আচরণবিধি কঠোরভাবে মেনে সকল প্রকার নির্বাচনী কার্যক্রম চালাতে সকল নেতাকর্মী ও সমর্থক সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। আনোয়ারুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। ইদানীং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নেতাকর্মীর অতিউৎসাহ কেবল তাকেই নয়, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকেও প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে। বিশেষ করে কারও কারও প্রচারণার ধরন নিয়ে কেউ কেউ কষ্ট পাচ্ছেন। কারণ এধরনের প্রচারণা অত্যন্ত দুঃখজনক। সবাইকে মনে রাখতে হবে যে, আওয়ামী লীগ বর্তমানে রাষ্ট্র পরিচালনায়। তাই আমাদের আচরণ যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মনে কষ্ট না দেয়- সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে।
কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা না চালান সে ব্যাপারে সবাইকে তিনি সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন- আমি জানি, আমার জন্য আপনাদের ভালোবাসার কোনো কমতি নেই। তবে আপনাদের নির্বাচনী কর্মতৎপরতা যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে না যায়- সেদিকে সবাইকে খেয়াল রেখে কাজ করতে হবে। ব্যানার-পোস্টার সাঁটানো থেকে শুরু করে লিফলেট বিতরণ, জনসভা, গণসংযোগ অর্থাৎ যাবতীয় কাজ যেন নির্বাচনী আচরণবিধি মেনে করা হয়-সবার প্রতি আমার এই অনুরোধ।
এদিকে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল। মঙ্গলবার জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টির নেতাকর্মী সহ সমর্থক, শুভাকাক্সক্ষী ও স্বজনদের উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনী আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। আমাদের আচরণ যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মনে কষ্ট না দেয়- সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে। কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা না চালান সে ব্যাপারে সবাইকে তিনি সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনী কর্মতৎপরতা যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে না যায়-সেদিকে সবাইকে খেয়াল রেখে কাজ করতে হবে। ব্যানার-পোস্টার সাঁটানো থেকে শুরু করে লিফলেট বিতরণ, জনসভা, গণসংযোগ অর্থাৎ যাবতীয় কাজ যেন নির্বাচনী আচরণবিধি মেনে করা হয়। সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আহ্বান জানান।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]