ভারত
নতুন সংসদ ভবনের সামনে কুস্তিগিরদের মিছিল, রণক্ষেত্র যন্তর মন্তর এলাকা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে, সংসদ ভবনের বাইরে রাজপথে মহিলা কুস্তিগিররা পঞ্চায়েত বসিয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশন এর প্রধান ব্রিজ ভূষণ স্বরণ শর্মার বিরুদ্ধে। পঞ্চায়েতের দাবি- ধর্ষণে অভিযুক্ত সংসদ সদস্য ব্রিজভূষণকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ বাধা দিলো পঞ্চায়েত করতে। এই নিয়ে ধস্তাধস্তি। আগুনের আঁচ গিয়ে পড়লো যন্তর মন্তরে। রণক্ষেত্রের চেহারা নিলো যন্তর-মন্তর। পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক হলেন পদক জয়ী মেয়ে কুস্তিগির সাক্ষী মালিক। আহত হয়েছেন বেশ কজন। পুলিশ কার্যত জল কামান ও রাবার বুলেট নিয়ে প্রস্তুত। কুস্তিগিররাও ছেড়ে দেওয়ার পাত্র নন।
পাঠকের মতামত
'’নদীর কূল নাই'জনপ্রিয় একটি গান শিল্পী আব্বাস উদ্দিন। বেঁচে থাকুন চিরদিন।