ভারত
বিরোধীদের বয়কট সত্ত্বেও নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন মোদি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

কুড়িটি বিরোধী রাজনৈতিক দলের বয়কট সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার সকালে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে কেন নতুন সংসদের উদ্বোধন করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কংগ্রেসসহ প্রধান বিরোধী দলগুলি এই অনুষ্ঠান বয়কট করে। আদিনহাম সাধকরা এদিনের অনুষ্ঠানে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ক্ষমতা হস্তান্তরের প্রতীক সেঙ্গল অনুষ্ঠানিকভাবে তুলে দেন মোদির হাতে। মোদি এই সেঙ্গল প্রতিষ্ঠিত করেন সংসদের চেম্বারে। কংগ্রেস এই সেঙ্গলের বিষয়টিকে প্রহসন ও বিজেপির কষ্টকল্পনা বলে উল্লেখ করেছে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে সঙ্গে নিয়ে গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের পর মোদি ও বিড়লা যজ্ঞ করেন। প্রধানমন্ত্রী এই নতুন সংসদ ভবনকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মানুষ তার মধ্যে আছেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও ইলিয়ারাজা। পুরোনো সংসদ ভবনটির বয়স হলো ছিয়ানব্বই বছর। সেন্ট্রাল ভিস্তার অধীনে নতুন ভবন চালু হলো।
পাঠকের মতামত
আমাদের সংসদ ভবনই সবচেয়ে সুন্দর।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]