খেলা
মেসি বাঁ পায়ের হওয়ায় হালান্দের সেরা রোনালদো
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার৭ বার বর্ষসেরা হয়েছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন ৫টি ব্যালন ডি’অর পুরস্কার। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় শীর্ষে পর্তুগিজ সুপারস্টার, ১২২টি। জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা ১০২টি। ক্লাব ক্যারিয়ারে মেসির ট্রফির সংখ্যা ৪০টি। রোনালদোর ৩৪। গতকাল পর্যন্ত ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৭১৫ গোলের মালিক সিআরসেভেন। মেসির গোল সংখ্যা ছিল ৭০৩টি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। পর্তুগাল অধিনায়ক জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। কোথাও মেসি এগিয়ে তো কোথাও রোনালদো! পরিসংখ্যান দিয়ে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব যাচাই করা যে সম্ভব নয় তা বলা বাহুল্য। কঠিন এই প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দিয়েছেন আর্লিং ব্রট হালান্দ। ফাইভ ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিটি তারকা বলেন, ‘(মেসি-রোনালদোর মধ্যে সেরা) বেছে নেয়া কঠিন। তবে আমার যেহেতু বাঁ পা বেশ ভালো। আমি রোনালদোর ডান পা-কে বেছে নেবো।’ লিওনেল মেসির মতো হালান্দের বাঁ পা বেশ কার্যকরী। নিজের এই শক্তির জায়গাকে বিবেচনায় রেখেই মূলত রোনালদোকে সেরা হিসেবে বেছে নিয়েছেন তিনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে বিধ্বংসী ছন্দ দেখিয়েছেন আর্লিং ব্রট হালান্দ। নরওয়েজিয়ান স্ট্রাইকারের চোখ ধাঁধানো সব গোলের সিংহভাগই এসেছে বাঁ পা থেকে। এখন পর্যন্ত লীগে তার গোল সংখ্যা ৩৬। এর মধ্যে বাঁ পায়েই ২৩টি গোল করেছেন তিনি। ডান পায়ে করেছেন মাত্র ৬ গোল।