ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বড় জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
mzamin

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও উড়ন্ত ফর্ম দেখাচ্ছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ করলো সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নরা । শুক্রবার মধ্যরাতে দাপুটে নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টাইন যুবারা। এতে গ্রুপসেরার মর্যাদা নিয়েই আলবিসেলেস্তারা পরের রাউন্ডে পা রেখেছে। সান জুয়ান স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১৪ মিনিটে প্রথম গোল আদায় করে আর্জেন্টিনা। ব্রায়ান আগুইরের ক্রস থেকে পাওয়া বলে মায়েস্ত্রো পুচ প্রথম ডেডলক ভাঙেন। এরপর ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি কোচ হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। মিনিট তিনেক পরই লুকা রোমেরোর অসাধারণ পাস ধরে দলের দ্বিতীয় গোল করেন জিনো ইনফান্তিনো। এরপর প্রথমার্ধে শেষ গোলটি করেন রোমেরো। ২৫ গজ দূর থেকে বুলটগতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৯তম মিনিটে ডি-বক্সে নিউজিল্যান্ড ফুটবলারের হাতে বল লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে আগুইরে স্কোরলাইন ৪-০ তে নিয়ে যান। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি নামা ম্যাক্সিমো পেরোনোর ক্রস ধরে হেডে ভেলিজ আর্জেন্টিনার পঞ্চম গোল আদায় করেন। গ্রুপপর্বের তিন ম্যাচেই জয় পাওয়ায় পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার আগে পরের পর্বে উঠে গেল আয়োজক দেশটি। নিজেদের শুরুর দুই ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে এবং গুয়েতেমালাকে ৩-০ ব্যবধানে হারায় তারা। ২০ বছরে প্রথমবার পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা। এমন সর্বশেষ ঘটনায়ও ছিলেন মাসচেরানো। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে এই কীর্তি গড়ার সময় দলে ছিলেন দলটির বর্তমান কোচ মাসচেরানো, পাবলো জাবালেতা, কার্লোস তেভেজ এবং ফার্নান্দো কাভেনাঘি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status