খেলা
বড় জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও উড়ন্ত ফর্ম দেখাচ্ছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ করলো সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নরা । শুক্রবার মধ্যরাতে দাপুটে নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টাইন যুবারা। এতে গ্রুপসেরার মর্যাদা নিয়েই আলবিসেলেস্তারা পরের রাউন্ডে পা রেখেছে। সান জুয়ান স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১৪ মিনিটে প্রথম গোল আদায় করে আর্জেন্টিনা। ব্রায়ান আগুইরের ক্রস থেকে পাওয়া বলে মায়েস্ত্রো পুচ প্রথম ডেডলক ভাঙেন। এরপর ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি কোচ হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। মিনিট তিনেক পরই লুকা রোমেরোর অসাধারণ পাস ধরে দলের দ্বিতীয় গোল করেন জিনো ইনফান্তিনো। এরপর প্রথমার্ধে শেষ গোলটি করেন রোমেরো। ২৫ গজ দূর থেকে বুলটগতির শটে লক্ষ্যভেদ করেন তিনি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]