শেষের পাতা
রাষ্ট্রদূতরা শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবার
রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহারের নানা আলোচনার মধ্যে শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে চারজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেয়া হয়েছে। তবে রাষ্ট্রদূতরা চাইলে শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত রয়েছে। কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবেন। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেয়া হবে।
গত ১৪ই মে এক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেয়া হয়। ওইদিন সকাল ৬টার দিকে মার্কিন দূতাবাসকে জানানো হয়, রাষ্ট্রদূতরা পুলিশের স্থায়ী এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।
পাঠকের মতামত
প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মনোক্ষুণ্ন হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেয়া হয় এবং গাড়িতে পতাকাও বহন করতে পারবে না। যুক্তরাষ্ট্র যখন মার্কিন ভিসা নীতি আরোপ করলো তখন সরকারের বোধোদয় হয়েছে যে, এই ব্যবস্থা গ্রহণ সঠিক হয়নি। এখন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহারের নানা আলোচনার মধ্যে শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন বলে জানিয়েছেন। সরকার বুঝতে পারছে ঠেলার নাম বাবাজী।
He looks so sad now!
For US Ambassador, protection by US Marina only.