রাজনীতি
নয়াপল্টনে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

সরকার পতনসহ ১০ দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ করছে বিএনপি। দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে দুপুরের আগেই নয়াপল্টনে আসেন তারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন তারা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে নয়াপল্টন সড়ক। সড়কের উপর কার্পেট বিছিয়ে বসে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনছেন আগত কর্মীরা।
এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশ অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবি করছেন নেতারা। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি।