ভারত
টেকনিক বদল করেই আমার এই সাফল্য: শুভমান গিল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

অবিশ্বাস্য-অলৌকিক-অপ্রতিরোধ্য। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল প্লে-অফে শুভমান গিলের ১২৯ রানের ইনিংসটিকে যে নামেই ডাকা হোক তাকে যথাযোগ্য মর্যাদা দেয়া হয় না। বস্তুত, শুভমান গিলই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সের মেরুদন্ডটি বাঁকিয়ে দেন। পরে ১০ রানে পাঁচটি উইকেট নিয়ে মোহিত শর্মা কাজটি শেষ করেন। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে শুভমান বলেন- গত আইপিএলে আমি চোট পেয়েছিলাম। তারপর আমি আমার টেকনিকে কিছু পরিবর্তন এনেছিলাম, সেই বিষয়টি ডিভিডেন্ট দিচ্ছে বলে মনে হয়। চব্বিশ বছর বয়সী শুভমান জানান, এটিই তাঁর সেরা টি টোয়েন্টি পারফরমেন্স। পরমুহূর্তে তাঁর কণ্ঠে কিছু আক্ষেপ ঝরে পড়ে- কেউ কেউ বলেছিলেন, আমি টেস্টের জন্য উপযুক্ত, টি-টোয়েন্টি প্লেয়ার নই। আশা করি এবার তাঁদের ভুল ভাঙবে। শুভমানের নিশানায় কি কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট? তারাই শুভমানকে বাতিল করেছিল তার খেলা দেখে। এই সাফল্যের পর প্রত্যাশা বাড়ে? শুভমানকে ঘিরে যে প্রত্যাশার পাহাড় সেই চাপটা এই তরুণ ব্যাটার কিভাবে নেবে? শুভমান জানান যে এই চাপ টাপ মাঠের বাইরে থাকে। মাঠে ঢুকলে রান করা, দলকে জেতানো ছাড়া আর কিছু মনে থাকে না। যে কোনো ম্যাচের আগে হোমওয়ার্ক অত্যন্তই জরুরি বলে শুভমান জানান, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের একদিকের বাউন্ডারি ছোট হওয়ায় তিনি সেই দিক দিয়ে আক্রমণের কথা ভেবেছিলেন। এই আইপিএলে শুভমন তিনটি সেঞ্চুরি শুধু করলেন না, আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন। রোববার এই শুভমান সুনামি ঠেকাতে ধোনিরা কতটা সক্ষম হন তার ওপর নির্ভর করবে চেন্নাই সুপার কিংসের ভাগ্য!