ভারত
টেকনিক বদল করেই আমার এই সাফল্য: শুভমান গিল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

অবিশ্বাস্য-অলৌকিক-অপ্রতিরোধ্য। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল প্লে-অফে শুভমান গিলের ১২৯ রানের ইনিংসটিকে যে নামেই ডাকা হোক তাকে যথাযোগ্য মর্যাদা দেয়া হয় না। বস্তুত, শুভমান গিলই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সের মেরুদন্ডটি বাঁকিয়ে দেন। পরে ১০ রানে পাঁচটি উইকেট নিয়ে মোহিত শর্মা কাজটি শেষ করেন। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে শুভমান বলেন- গত আইপিএলে আমি চোট পেয়েছিলাম। তারপর আমি আমার টেকনিকে কিছু পরিবর্তন এনেছিলাম, সেই বিষয়টি ডিভিডেন্ট দিচ্ছে বলে মনে হয়। চব্বিশ বছর বয়সী শুভমান জানান, এটিই তাঁর সেরা টি টোয়েন্টি পারফরমেন্স। পরমুহূর্তে তাঁর কণ্ঠে কিছু আক্ষেপ ঝরে পড়ে- কেউ কেউ বলেছিলেন, আমি টেস্টের জন্য উপযুক্ত, টি-টোয়েন্টি প্লেয়ার নই। আশা করি এবার তাঁদের ভুল ভাঙবে। শুভমানের নিশানায় কি কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট? তারাই শুভমানকে বাতিল করেছিল তার খেলা দেখে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]