ভারত
মোদিই ফের প্রধানমন্ত্রী, আগের থেকেও কম আসন পাবে কংগ্রেস: অমিত শাহ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডেপুটি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। বিজেপিতেও তাঁর স্থান মোদির পরেই। সেই অমিত শাহ বলে দিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচন জিতে আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, শাহী মূল্যায়ন- কংগ্রেস গত লোকসভার থেকেও কম আসন পাবে। তিনশোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কর্নাটকে বিজেপির পরাজয়ের পরও এই কথা বলছেন? এই প্রশ্নের জবাবে অমিত শাহ কর্ণাটককে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে জানান। বলেন, কংগ্রেস নেতিমূলক রাজনীতি করছে। লোকসভা উদ্বোধন বয়কটের মাধ্যমে এই নেতিবাচক মানসিকতা আরও বেশি স্পষ্ট হয়ে গেছে। অমিত শাহ বলেন, দেশের লোক নিরাপদ একটি সরকার চায় যা বিজেপি ভিন্ন পাওয়া যাবে না। সেটা তারা বুঝতে পারছে। অমিত শাহ আসামে প্রায় ৪৪ হাজার নিয়োগপত্র বিতরণ করে এসব কথা বলেন।