রাজনীতি
আমানউল্লাহ আমান হাসপাতালে
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৬ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আমানউল্লাহ আমানের সহকারী বশিরুল আলম টিটু গণমাধ্যমকে জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেল তিনটায় কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
৬
মির্জা আব্বাস/ ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মানবো না
৭