কলকাতা কথকতা
পুলিশের জালে হানি ট্র্যাপের নায়িকা প্রিয়াঙ্কা রায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২১ অপরাহ্ন
অবশেষে বৃহস্পতিবার স্বরূপনগর থানার পুলিশের জালে ধরা পড়লো বছর ২৬-এর সুন্দরী তরুণী প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা হারোয়ার বিজেপি মহিলা মোর্চার নেত্রী অনিমা রায়ের মেয়ে। গত কয়েক বছর ধরে সে রাজনৈতিক নেতা, পুলিশ অফিসারদের হানি ট্র্যাপে ফেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। তার মোডাস অপারেন্ডি ছিল চেনা ছকের। প্রথমে নম্বর আদান-প্রদান। এরপর হোয়াটসঅ্যাপস কলে অন্তরঙ্গ কথোপকথন। নগ্ন ছবির আদান-প্রদান। তারপরই ধর্ষণের অভিযোগ।
২০১৯ সালে স্থানীয় বিজেপি নেতা রাজেন্দ্র সাহাকে সে এভাবেই ফাঁসিয়েছিল। ধর্ষণের অভিযোগে সেবছরই গ্রেপ্তার হন রাজেন্দ্র সাহা। পুলিশকেও হাতে রেখেছিলো প্রিয়াঙ্কা। বিভিন্ন পুলিশ কর্তার অন্তরঙ্গ চ্যাট সে স্টোর করে রাখে। পরে সেগুলি দেখিয়ে প্রিয়াঙ্কা রায় ব্ল্যাকমেইল করতো। সেক্স সিম্বল এই তরুণী নিজের আবেদন দিয়ে পক্ষ-বিপক্ষের বহু রাজনীতিবিদদের কাছে পৌঁছে যেত। স্বরূপনগর থানা এক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে। এদিনই তাকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজত হয়। স্বরূপনগর থানার পুলিশ শুক্রবার সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে।