বিনোদন
কানে মালয়েশিয়ার চমক
বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৩, শুক্রবার
গত ১৬ই মে কান উৎসব উদ্বোধনের সঙ্গে কানের সিনেমা বাজার খুলে যায়। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সিনেমা বিকিকিনি ও প্রচারণা-পরিবেশনার জমজমাট আয়োজন এটি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের নিচতলার পুরোটা ধরে লেকপাড়ে সাজানো হয় বরাদ্দ নেয়া স্টল ও প্যাভিলিয়ন। এবার দেখা গেছে ৫৬ দেশের সাগরঘেঁষা প্যাভিলিয়ন। আর পালে ভবনের নিচতলায় বাংলাদেশের বিএফডিসিসহ স্টল ছিল চার শতাধিক। অবশেষে শেষ হয়েছে মার্শে দ্যু ফিল্ম বিভাগের কার্যক্রম। এবারের আসরে চমক দেখিয়েছে মালয়েশিয়া।
এদিকে কান উৎসবের সবচেয়ে বড় বাজার মার্শে দ্যু ফিল্মের বাতি নিভলেও উৎসব চলবে আরও এক দিন। ২৭শে মে কান কর্তৃপক্ষ ঘোষণা করবেন এই আসরের জয়-পরাজয়ের দীর্ঘ তালিকা। তবে সেই তালিকা প্রকাশের আগেই মার্শে দ্যু ফিল্ম বন্ধের সন্ধ্যায় প্রকাশ হলো ৬২তম ‘কান ক্রিটিকস উইক’ পুরস্কার। যাতে ১০ হাজার ইউরোর ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতে চমক দেখালেন ‘টাইগার স্ট্রাইপস’ নির্মাতা আমান্ডা নেল ইউ।