রাজনীতি
গাজীপুরের ভোট মনিটরিংয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা
কাজী সোহাগ, গাজীপুর থেকে
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৪ অপরাহ্ন

সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করেন ঢাকা থেকে যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থান করে মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন। তবে তারা কোনো ভোটকেন্দ্রে সশরীরে যাননি। মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে দেখা যায়। এ প্রসঙ্গে গাজীপুরে অবস্থান করা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী মানবজমিনকে বলেন, ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের জন্য কাজ করছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার টিকিট পাওয়া অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের পক্ষে নির্বাচনী কাজ করতে ২৮ সদস্যের কেন্দ্রীয় একটি সমন্বয়ক টিম গঠন করে আওয়ামী লীগ। ২৪শে এপ্রিল আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সই করা চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সমন্বয়ক এই টিমে দলনেতা করা হয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীকে। টিমের সমন্বয়ক দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও উপদেষ্টা হিসেবে রয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক। টিমের বাকি ২৫ সদস্য হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
পাঠকের মতামত
সকাল থেকে মনিটরিং না করে নির্বাচনের আগের দিনের রাত থেকে মনিটরিং করলে ফলাফলটি আজমত উল্লা(নৌকা মার্কা) খানের পক্ষেই থাকতো
দিনে গননায় আওয়ামিলীগ হেরে গেছে। তাই তারা, তাদের খেলা দেখাবে রাতের বেলায়
শিয়াল গেছে মুরগী পাহারা দিতে!