অনলাইন
ইসির নির্দেশনা মানছেন না ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন

সিটি কর্পোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের দশ ধরনের নিয়ম মেনে চলতে বলেছে নির্বাচন কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে থেকে সচিত্র সংবাদ প্রচার করতে পারবেন সাংবাদিকরা। কিন্তু এই নির্দেশনার কথা জানেন না গাজীপুর সিটি নির্বাচনে চন্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিদাতুল ইসলাম। বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কাভার করতে গিয়ে এই ম্যাজিস্ট্রেটের অসহযোগিতায় পড়েন গণমাধ্যমকর্মীরা। তিনি কেন্দ্রের নিরাপদ দূরত্বেও সাংবাদিকদের ফোন নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। এমনকি ইসির অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও কক্ষে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, কেন্দ্রের মধ্যে ফোন নিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। ছবি তোলা যাবে না। সবাই ফোন নিয়ে প্রবেশ করছে। কেউ নির্দেশনা মানছে না। এ সময় এই কর্মকর্তাকে ইসির নির্দেশনার কথা বলা হলে তিনি বলেন, নির্দেশনায় বলা হয়েছে ফোন নিয়ে কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না। এ বিষয়ে সংবাদকর্মী জিন্নাত আরা বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে আমি দায়িত্ব পালন করছিলাম। কিন্তু ম্যাজিস্ট্রেট বলছে আপনারা এখানে দাঁড়িয়ে থাকলে আমার চাকরি চলে যাবে। তিনি আমাদেরকে কেন্দ্রে ঢুকতে দেননি। পল্লব নামে আরেক গণমাধ্যমকর্মী বলেন, ইসির নির্দেশনায় বলা হয়েছে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে সচিত্র সংবাদ প্রচার করা যাবে, কিন্তু এই কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট সেটি করতে দিচ্ছেন না। যদিও এখানে দলীয় নেতাকর্মীরা ফোন নিয়ে প্রবেশ করছে।