অনলাইন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির প্রতিক্রিয়ায় যা বললেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র’- মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বার্তার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা বলেছে নির্বাচনে বাধা দিলে ভিসা নয়। আমাদেরও এটা কথা, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই প্রতিহত করব।
আজ সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা একটা কথা বারবার বলে আসছি। আমরা আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ সুষ্ঠুভাবে করব। একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, স্পষ্ট করে আমরা একটা বলতে চাই, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, তারা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে। কাজেই তাদের খবর আছে।
তিনি বলেন, কবি নজরুল প্রেমের, বিদ্রোহ, বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তার বিচরণ। তিনি অসাম্প্রদায়িক ও মানবতার কবি। এই চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। সেটাই হবে নজরুলের চেতনার প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
।পাঠকের মতামত
কেন আমেরিকা এই সিদ্ধান্ত নিলেন ওবায়দুল কাদের সাহেব মনে হয় উপলব্ধি করতে পারেন নাই আজ তাহাদের কারনে যে এই প্রক্রিয়া চালু করতে হয়েছে আমেরিকার সেইটা জনগন ভালো করেই বুঝে বর্ণমালা ভাঙ্গিয়ে বুঝানোর কিছু নাই।
সুস্থ নির্বাচনের আশা করা যায় না।
চিপায় পড়ে এখন মার্কিন সুরে সুর মেলাচ্ছে।
ঠিক ই বলেছেন.
আজীবন ক্ষমতা থাকার স্বপ্ন দেখে এখন ক্ষমতা হারানোর ভয়ে প্রতি রাতে দূস্বপ্ন দেখছে?
বর্তমান সরকারই তো সুষ্ট জাতীয় নির্বাচনে সবচাইতে বড় বাঁধা। আমিরিকা শুধুমাত্র বাঁধা দিলে একথা বলে নাই, আরও অনেক কথা বলেছে। ওবায়দুল কাদের সাহেব সেই গুলো বলছেন না।
সংবাদ পড়বার চেয়ে জনগনের মন্তব্যগুলো পড়তে খুউব ভালো লাগে। কেননা এগুলো আমারই মনের কথা।
পাশকেটে উত্তর দিলেন মন্ত্রী মহোদয়, এখন মানুষ সজাগ ঘুমে বাধা দিলে না বাধাগ্রস্থকরলে।
S-I-R, p-l-s Don't D-R-A-M-A,এদেশে যারাই বিরোধী দলে ছিলেন সবাই এভাবেই আন্দোলন করছেন এখন সাধু বাবা হওয়ার দরকার নেই। আমরা জনগণ সবাইকেই চিনি ,ক্ষমতা ছাড়ার ভয় সবারই থাকে।
Obviously, we don't want 2014 and 2018 election again and BAL has no credibility so people want an election under a neutral government. It's a bitter taste but you got to swallow it.
এদেশে যারাই বিরোধী দলে ছিলেন সবাই এভাবেই আন্দোলন করছেন এখন সাধু বাবা হওয়ার দরকার নেই। আমরা জনগণ সবাইকেই চিনি যার জন্য ক্ষমতা ছাড়ার ভয় সবারই থাকে।