কলকাতা কথকতা
মমতার হুঙ্কার
রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ হাতছাড়া করবো না
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাফ জানালেন যে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে রাজ্যসভায় হারাতেই হবে। অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার দুপুরে ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে মমতার সঙ্গে দেখা করতে আসেন। উদ্দেশ্য ছিল, রাজ্যসভায় দিল্লির নিয়ন্ত্রণ নিয়ে যে বিল আসছে তাতে তৃণমূলের সমর্থন আদায়। মমতা এই ইস্যুতে আম আদমি পার্টি- আপকে সবরকম সাহায্য দেয়ার কথা বলে জানান, ২০২৪-এর আগে বিজেপিকে ছবক শেখানোর এই সুযোগ ছাড়ার কোনও অর্থ হয় না। তিনি অরবিন্দ এবং ভগবন্তকে জানান যে, সিবিআই কীভাবে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে। অরবিন্দ কেজরিওয়াল জানান, তার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে কীভাবে টানা হেঁচড়া করে তিয়ারে নিয়ে যাওয়া হয়েছে।
মমতা বলেন, বিজেপি গণতন্ত্রকে লুট করছে। এটা চলতে দেয়া যায় না। অরবিন্দ, ভগবন্ত এবং মমতা বিরোধী ঐক্য নিয়ে একমত হন।
উল্লেখ্য, অরবিন্দের আম আদমি পার্টি ও তৃণমূলের মধ্যে যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল তার অনেকটাই মিটে গেল মঙ্গলবার।
পাঠকের মতামত
যত ঐক্যের চেষ্টাই করা হউক অবশ্যই কংগ্রেসকে লাগবে। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখলে বৃহত্তর স্বার্থে দলীয় সংকীর্নতার উর্দ্ধে উঠে বিজেপি বিরোধী সর্ব্ব দলীয় ঐক্য করতে হবে।