প্রথম পাতা
জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কার
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৩, মঙ্গলবারগাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গতকাল দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে গত রোববার অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়। এর আগেও দল থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছিল। তিনি ক্ষমা চাওয়ায় তাকে আবার দলে ফিরিয়ে আনা হয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া এবং নিজের প্রার্থিতা বাতিল হলেও তার মাকে নিয়ে নির্বাচনে থাকায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাহাঙ্গীর আলম জানিয়েছেন তিনি এবং তার মা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন।
বিতর্কিত একটি বক্তব্যে ভিডিও ভাইরাল হওয়ার পর ২০২১ সালের ১৯শে নভেম্বর জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। পরে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গাজীপুর সিটির মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও হয়। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে ক্ষমা চাওয়ায় জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়। সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও মনোনয়ন দেয়া হয় এডভোকেট আজমত উল্লা খানকে। জাহাঙ্গীর দলীয় সমর্থন না পেলেও নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি তার মা জায়েদা খাতুনও প্রার্থী হন। নিজের মনোনয়ন বাতিল হলেও মাকে নিয়ে ভোটের মাঠে রয়েছেন জাহাঙ্গীর।