প্রথম পাতা
করণীয় নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
স্টাফ রিপোর্টার
১১ মে ২০২৫, রবিবারআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনের মধ্যে জরুরি বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল। বৈঠক সূত্রমতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন এবং এ ইস্যুতে সরকারের করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর প্রকাশের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা দল ও সংগঠন আন্দোলন শুরু করে। জাতীয় নাগরিক পার্টি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। রাতভর অবস্থানের পর শুক্রবার বিকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে গণজমায়েত করে বিভিন্ন সংগঠন। দিনভর সেখানে অবস্থান করার পর শাহবাগ অবরোধের ডাক দেয়া হয়। এরপর থেকে শাহবাগে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা মার্চ ফর যমুনা ঘোষণা দিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইনকিলাব মঞ্চ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।