ভারত
ভারতের সবচেয়ে বিলাসবহুল মানুষ কে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন
স্বাভাবিক নিয়মে এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির নাম উঠে আসা উচিত ছিল এই তালিকার এক নম্বরে। কিন্তু, তা হলো না। রেমন্ড গ্রুপের চেয়ারম্যান গৌতম সিংহানিয়া হলেন ভারতের সবচেয়ে বিলাস বহুল মানুষ। কেমন তাঁর বিলাসের পরিমাণ? দক্ষিণ মুম্বাইয়ের জে কে হাউসে তাঁর বাড়িটি উচ্চতায় মুকেশ আম্বানির আন্টিলার পরেই। এই বাড়িটিতে আছে সর্বাধুনিক স্পা, গাড়ি পার্ক করার জন্যে চারটি তলা জুড়ে গ্যারেজ, একটি থিয়েটার হল, ছটি ব্যাঙ্কওয়েট, একটি হেলিপ্যাড এবং চারটি জায়ান্ট সাইজ সুইমিং পুল। গৌতম সিংহানিয়ার দখলে আছে সুপার কার, চপার, হেলিকপ্টার এবং প্রাইভেট জেট। আছে একাধিক প্রমোদতরণী বা ইয়ট। গাড়ির বিশেষ শখ গৌতম সিংহানিয়ার। তাঁর গ্যারেজে আছে একাধিক ফেরারি এবং ল্যাম্বারগিনি। গাড়ির এতই বিলাসিতা গৌতমের যে তিনি ভারতে প্রথম ড্রিফট কার এর প্রচলন করেন। এছাড়াও সুপার কার ক্লাবেরও প্রতিষ্ঠাতা তিনি। তাঁর প্রাইভেট জেটটির দাম দেড়শো কোটি রুপি। এই জেট এ কনফারেন্স রুম, ডাইনিং হল, সেলুন, সিনেমা সব আছে। কিছুদিন আগে গৌতম ইউক্রেনের আকাশে চপার উড়িয়েছিলেন।
ইতালির পিয়ের কারদিন এর ড্রেস ছাড়া গৌতম আর কিছু পরেন না। পায়ে দেন বালি সু। রিস্টওয়াচ হিসেবে থাকে করতিয়ের এর ঘড়ি। পারফিউম তাঁর শানেল। ব্রেকফাস্ট করেন লন্ডনে, লাঞ্চ পারিসে, ডিনার রোমে। বিলাস বহুল এই মানুষটির বাড়ির মূল্য ছ শো কোটি রুপি। মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপির। এই মানুষটার ধারে কাছে কেউ আসে নাকি? এরপর রেমন্ড এর সুট যখন পরবেন, আপনার মনে আসবেই রেমন্ডের প্রতিষ্ঠাতা গৌতম সিংহানিয়ার কথা।