কলকাতা কথকতা
কেন মেজাজ হারালেন অনুব্রতর মেয়ে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৭:৪৩ অপরাহ্ন
বীরভূমের প্রবল প্রতাপশালী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলের একমাত্র মেয়ে সুকন্যা মন্ডল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তার বাবার সঙ্গে বসিয়ে জেরা করার জন্য বার বার সমন করেছে দিল্লিতে। সুকন্যা হাজির হননি। বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুকন্যা। কয়েকদিন তিনি বাড়ির বাইরে ছিলেন। কোথায় ছিলেন, কেউ জানে না। বাড়ি ফিরেই ইডির একটি চিঠি পান। চিঠিতে তাকে ফের দিল্লিতে ডাকা হয়েছে। এই চিঠি পেয়েই ক্ষিপ্ত হন সুকন্যা। ডেকে পাঠান অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের।
বিজ্ঞাপন
তারা মুখ চাওয়া চাওয়ি করেন। কেন সুকন্যার এত রাগ? জানা গেছে, বার বার ইডির চিঠিতেই তার বিরক্তি। অনুব্রতর নির্দেশে তিনি আইনজীবীর পরামর্শ নিচ্ছেন। এই অবস্থায় ইডির আরও একটি চিঠি তার ধৈর্যচ্যুতি ঘটায়। এমনিতে অনুব্রতর পান এবং আধার দিল্লিতে না থাকায় তিহারে তিনি বেশ সমস্যায় পড়েছেন। পান-আধার রেজিস্টার্ড না হওয়ায় তিনি সাধারণ কয়েদিদের জন্য নির্ধারিত টেলিফোন সেটও ব্যবহার করতে পারছেন না। তিহারের কয়েদিদের সপ্তাহে পাঁচ মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ থাকে। অনুব্রত রেজিস্টার্ড না হওয়ায় সেই সুযোগও পাচ্ছেন না।