খেলা
সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

ওয়ানডে এবং টি-টোয়েন্টির লড়াই শেষে একমাত্র টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাদা পোশাকের ম্যাচটির জন্য সাকিব আল হাসান এবং লিটন দাসকে নিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইপিএল খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন সাকিব ও লিটন। তাই এই দুই ব্যাটার আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে থাকবেন কি না সেটা নিয়ে সংশয় ছিল। তবে সাদা পোশাকের ম্যাচটিতে সাকিব-লিটনকে স্কোয়াডে রেখেছে বিসিবি। দলে ফিরেছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
আগামী ৪ঠা এপ্রিল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।