অনলাইন
শিশুকে অপব্যবহারের জন্য শামসুজ্জামান গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৪:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে শিশু নির্যাতন ও শিশুকে অপব্যবহার করার জন্য গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মহান স্বাধীনতা দিবসে একটি প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাকে নিজ বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় শামসুজ্জামানকে আদালতে তোলা হয়। এরপর আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করেন। এদিকে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে সোচ্চার হয় আর্ন্তজাতিক মহল। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ বিষয়ে বিবৃতি দেয়। তারই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় শামসুজ্জামানের গ্রেপ্তারের কারণ জানায়।