খেলা
‘বিদেশি হওয়ায় কলকাতার অধিনায়কত্ব পাননি সাকিব’
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১১ পূর্বাহ্ন

চোটে পড়ে আইপিএলের ষোড়শ আসর থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার। নতুন অধিনায়ক হিসেবে আরেক ভারতীয় নীতিশ রানাকে দায়িত্ব দিয়েছে কেকেআর। নেতৃত্বগুণে বাকি সবার চেয়ে এগিয়ে থাকলেও কলকাতার বিবেচনায় আসেননি সাকিব আল হাসান। এতে বিস্মিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার টম মুডি।
বাংলাদেশের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার তিনি। বিপরীতে এর আগে বড় মঞ্চে নেতৃত্ব দেননি নীতিশ রানা। ক্রিকেটীয় অভিজ্ঞতায়ও ভারতীয় বাঁহাতি ব্যাটারের চেয়ে অনেক এগিয়ে সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ টম মুডির ভাষ্য, বিদেশি হওয়ায় কলকাতার অধিনায়কত্ব পাননি সাকিব। বর্তমানে শ্রীলঙ্কান ক্রিকেটে পরিচালকের দায়িত্ব পালন করা মুডি বলেন, ‘সাকিব দক্ষ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার।
সাকিবকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মুডি। তিনি বলেন, ‘সাকিবকে সবসময় অতিরিক্ত বিদেশি হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও তাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। তাকে চার নম্বরে ব্যাটিংয়ে নামালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে।’
মুডি বলেন, ‘সাকিবকে বলা উচিত, তুমি মূলত ব্যাটার হিসেবে খেলো। প্রয়োজন হলে বল করবে। কেকেআরে পর্যাপ্ত স্পিনার রয়েছে। এক্ষেত্রে বোলার সাকিব বাড়তি সুবিধা দেবে ওদের।’
আইপিএলের ষোড়শ আসরের নিলাম থেকে দেড় কোটি রুপি দিয়ে সাকিব আল হাসানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১১ থেকে ২০১৭ এবং ২০২১ সালে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন সাকিব। ২০১৮ এবং ২০১৯ মৌসুমে সাকিব ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে।
পাঠকের মতামত
Bangladesh media is a narrow mind set. Like some radical people mind set India government killed Muslim. But bangladesh is very sculler, bangladesh media covers up the truth when hindu people beaten, killing and rape. For example when the comila accused person got judgment for few months, and in coxbazer 10 years old boy sant by his brother in law to put mahadav protima in masjid.
Kings eleven Delhi captain David Warner is also a foreigner.