অনলাইন
এবার চাঁদেও মিলবে ৪জি পরিষেবা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

নোকিয়া এই বছরের শেষের দিকে চাঁদে ৪জি মোবাইল নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি নিচ্ছে। এর জেরে চাঁদ সম্পর্কিত আবিষ্কারগুলি আরো উন্নত হবার পাশাপাশি উপগ্রহে মানুষের উপস্থিতির পথ প্রশস্ত করবে। ফিনিশ টেলিকমিউনিকেশন গ্রুপ আগামী মাসগুলিতে স্পেসএক্স রকেটের মাধ্যমে নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করছে। নোকিয়ার প্রধান প্রকৌশলী লুইস মায়েস্ট্রো রুইজ ডি টেমিনো এই মাসের শুরুতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শোতে সাংবাদিকদের একথা বলেন। নেটওয়ার্কটি একটি অ্যান্টেনা-সজ্জিত বেস স্টেশন দ্বারা চালিত হবে, এটি ডিজাইন করেছে ইউএস স্পেস ফার্ম ইনটুইটিভ মেশিন। নোভা-সি লুনার ল্যান্ডারে গোটা মেশিনটি সংরক্ষণ করা হবে। সেইসাথে থাকবে একটি সৌর-চালিত রোভার। ল্যান্ডার এবং রোভারের মধ্যে একটি এলটিই সংযোগ স্থাপন করা হবে। অবকাঠামোটি শ্যাকলটন ক্রেটারে অবতরণ করবে, যা চাঁদের দক্ষিণাংশ বরাবর অবস্থিত। নোকিয়া বলেছে মহাকাশের চরম পরিস্থিতি সহ্য করার মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে।
সূত্র : সিএনবিসি