অনলাইন
৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতার বিরুদ্ধে মামলা দায়ের
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের একজন স্পার্ম ডোনার প্রায় ৫৫০ সন্তানের জন্ম দিয়েছেন। তিনিই এবার আইনি মামলার মুখে। দেশের নিয়ম ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ বার দায়ের করা হল মামলা। টাইমসের খবরে বলা হয়েছে, ক্লিনিকগুলিকে মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে চালিত করার অভিযোগের পাশাপাশি তাঁর ঔরসজাত সন্তানদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বছর ৪১ এর জনাথন জ্যাকব মেইজার অন্তত ১৩ টি ক্লিনিকে তার শুক্রাণু দান করেছিলেন, যার মধ্যে ১১ টি নেদারল্যান্ডে অবস্থিত। পেশায় একজন সঙ্গীতশিল্পী মেইজার বর্তমানে কেনিয়াতে থাকেন। তার এক জৈবিক সন্তানের ডাচ মা জনাথনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাশাপাশি ২৫ টি পরিবারের তরফে অভিযোগ এনেছে ডোনর কাইন্ড ফাউন্ডেশন। ডাচ নির্দেশিকা অনুসারে, একজন স্পার্ম ডোনার ১২ জনের বেশি নারীকে শুক্রাণু দান করতে পারেন না এবং ২৫ জনের বেশি সন্তানের বাবা হতে পারবেন না। এই নিয়ম ধার্য করার অন্যতম কারণ মানসিক।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
তথাকথিত বুদ্ধি জীবিদের নিকট ইহা রুচির দুর্ভিক্ষ নহে।
মূল English news এ বলা হয়েছে আপত্তির মূল কারণ হল ভাই বোনের বিয়ের ফলে জেনেটিক রোগ বা ডিস্অর্ডার, মানসিক সমস্যা মূল কারণ নয়। এসব ক্ষেত্রে biological ভাই বোনেরা বিভিন্ন দেশে বা একই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে এবং ভিন্ন ভিন্ন পরিবারে পালিত হয়। ফলে বড় হয়ে না জানার কারণে ভাই বোনের মধ্যে বিয়ের ফলে জন্ম নেয়া বাচ্চাদের জেনেটিক রোগে আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল ভাবে বৃদ্ধি পায়, এটি scientific research দ্বারা প্রমাণিত।