ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

রাজধানীতে ভিন্ন নামে জামায়াতের বিক্ষোভ, আটক ১

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন

রাজধানীতে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেছেন জামায়াতের কর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু করে। বিক্ষোভ মিছিলটি পুরানো পল্টন মোড় হয়ে বিজয়নগর পর্যন্ত গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে রুহুল আমিন নামে একজনকে আটক করে পুলিশ। 
 

পাঠকের মতামত

গনতান্তিক দেশে মিছিলে হামলা এবং মসজিদ থেকে মু সল্লি উঠিয়ে নেয়ার তিব্র নিন্দা জানাই।

MIZAN
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:৫৩ অপরাহ্ন

দেশটা চলে গেছে রক্তচোষা হিংস্র মানুষ খেকো হায়েনাদের হাতে। মুক্ত বিদ্যা বুদ্ধি ধর্ম চর্চা যেখানে অঘোষিত ভাবে নিষিদ্ধ। জামায়াতে ইসলামী বাংলাদেশে ধর্মীয় বিধি মোতাবেক আধূনিক প্রগতিশীল শাসন ব্যবস্থা প্রবর্তনে বদ্ধপরিকর। যেখানে থাকবেনা শোষন দুর্নীতি অবিচার অমানবিকতা। একটা সুন্দর সুসভ্য পরমত সহিষ্ঞু মাদকমুক্ত শান্তিময় সমাজ দেশ গঠনে জামায়াত নিরলস প্রচেষ্টা সহ সরকারের সীমাহীন নির্যাতন নিপীড়নের মাঝেও দৃপ্তশপথে অঙ্গীকারাবদ্ধ। সরকার তাদের অপশাসন দুঃশাসনকে প্রলম্বিত করতেই আদর্শবাদী সংগঠন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে কারান্তরালে বন্দি করে রেখেছে আর মাঠে ময়দানে ঘরে বাইরে যেখানেই জামায়াত নেতা কর্মীরা সরকারের অপকর্মের বিরুদ্ধে একটু সরব হওয়ার চেষ্টা করে সেখান থেকেই অপশাসকের পদলেহীরা কিংবা প্রশাসনের পোষাকধারী দলীয় সন্ত্রাসিরা জামায়াত নেতা কর্মীদের পাকড়াও করে। এই দুঃশাসনের অবসান একদিন না একদিন হবেই হবে।ঘুটঘুটে আধাঁর রজনী শেষে ভোরের সোনালী আলোয় ভরা সত্যের সূর্য একদিন না একদিন বাংলাদেেশের পূর্ব গগনে উঠবেই উঠবে ইনশাআল্লাহ।

আলমগীর
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৮:৩৬ পূর্বাহ্ন

ওহে ধড়িবাজ @কাজী, ক্ষমতাসীন সরকারের দূর্নীতি-সিন্ডিকেটের কারণেই রোজা আসলে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি হয়। দোষারোপ করেন ৮৫% মুসলমানদের! ....আর আমল-রত অবস্থায় তাঁদের আটক করা হয়। "রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে একটি প্রতিষ্ঠানে তারাবির নামাজ পড়া অবস্থায় ইমাম ও নারী মুসুল্লিসহ ১৬ জনকে আটক করে রিমান্ডে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারর মসজিদের উত্তর গেইটে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।"

Fuad Mahmud
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৪০ পূর্বাহ্ন

মনে হচ্ছে আমরা নাস্তিকতা দেশে বাস করছি।

Faiz Ahmed
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিক সাহেব, নিউজের শিরোনামে দিলেন ভিন্ন নামা জামায়াতের বিক্ষোভ, ব্যানারে দেখি ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি। এ যাই হোক যে বা যারাই প্রতিবাদ কর্মসূচি করেছিলেন তারা বাংলাদেশের প্রতিবাদী মুসলিম তাওহীদি জনতা তো ছিলেন। তাদের কেন এই কর্মসূচি ছিল আজকে, কোন দাবি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিটি করতেছে তা মূল বক্তব্যেই না রেখে ভিন্নকিছু কেন উপস্থাপন করেন। পুলিশ কেন হামলা করলো!!!! সৈরাচার নিপাক যাক, হলুদ সাংবাদিকতা বন্ধ হোক।

আল মামুন
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৩১ পূর্বাহ্ন

রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে একটি প্রতিষ্ঠানে তারাবির নামাজ পড়া অবস্থায় ইমাম ও নারী মুসুল্লিসহ ১৬ জনকে আটক করে রিমান্ডে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারর মসজিদের উত্তর গেইটে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।

Fuad Mahmud
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৩:১৪ পূর্বাহ্ন

ইসলামি কানুন প্রবর্তন করার আগে এর আমল/practice/ চর্চা করে ব্যক্তি জীবনে প্রতিফলন চাই । ইসলামি কানুন যতটুকু একটি মুসলমান দেশ হিসেবে বাংলাদেশে রয়েছে তাই যথেষ্ট অনুভূত হতো যদি আমল ঠিক থাকত। আমল ঠিক না করে বিক্ষোভ প্রদর্শন হল ধোকাবাজি । ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করার বাহানা । বাংলাদেশের মুসলমান ৮৫ শতাংশ মানুষ । কিন্ত রোজা আসলে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমান ব্যবসায়ী । পক্ষান্তরে অমুসলিম দেশের অমুসলিম ব্যবসায়ী গণ দাম কমায় রোজার জন্য । বাংলাদেশের মুসলমান ব্যবসায়ী দের চেয়ে অমুসলিম ব্যবসায়ী শত গুণ উত্তম ।

কাজি
৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ২:৪১ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status