খেলা
টেস্ট না খেলেই আইপিএলে যাচ্ছেন সাকিব
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ভারতে যাবেন! নাকি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ করেই উড়াল দিবেন? এমন প্রশ্নে এখন উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। নতুন নতুন সংবাদ ভাসছে সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে যাওয়া নিয়ে। তবে কলকাতা নাইট রাইডার্স সূত্রে নিশ্চিত হওয়া গেছে সাকিব কলতার প্রথম ম্যাচের আগেই যোগ দিচ্ছেন আইপিএলে। তার মানে চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবেন না সাকিব। বাংলাদেশ দলের অধিনায়ক খেলবেন না আইরিশদের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটিও। কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া ম্যানেজার হিমানিশ কর দৈনিক মানবজমিনকে জানিয়েছেন সাকিব দুই একদিনের মধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিতে পারেন। অন্যদিকে টেস্ট দলের সহঅধিনায়ক লিটন দাস আইপিএলে খেলতে যাবেন সিরিজ শেষ করেই। ৩১শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ১লা এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা। তার আগেই চট্টগ্রাম থেকেই সাকিব ভারত যাবেন বলে জানা গেছে কয়েকটি সূত্রে।