শেষের পাতা
পাপলুর শোকজ বার্তায়ও কম্পন
ওয়েছ খছরু, সিলেট থেকে
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
সিদ্দিকুর রহমান পাপলু। ছাত্র জমানা থেকে নানা কারণে আলোচনায় তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। সেখানেও নানা বিষয়ে আলোচিত হন। এরপর জেলা যুবদলের আহ্বায়ক হন। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। রাজনীতিতে এক্টিভ। বাধ্য- বাধকতার কারণে যুবদলের সভাপতি পদে নির্বাচন করতে পারেননি। অপেক্ষায় ছিলেন জেলা বিএনপি’র প্রথম যুগ্ম সম্পাদক হবেন। কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরের ওপর বিশ্বাস ছিল।
পাঠকের মতামত
মফস্বল নির্ভর ও নিজ বলয়ের লোকদের দিয়ে কমিটি গঠনে সিলেটের রাজপথে থাকা নেতাকর্মীদের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে, ইউনিয়ন ওয়ার্ডের অনেক নেতাকর্মী স্থান পেয়েছে জেলা বিএনপির কমিটিতে, এজন্য আশ্চর্য হয়েছেন অনেকেই, জেলা বিএনপির সভাপতি অজ্ঞ ব্যক্তি, অতীতে কখনো কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের মূল দায়িত্ব পালন করেন নি, এবারই নতুন সভাপতি হয়েছেন, যার জন্য বিতর্ক পিছু ছাড়ছেনা, কেন্দ্রের নিকট আবেদন, দ্রুত কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি দেওয়া হউক, নয়তো এসব ধ্বজভঙ্গ লোকদের দিয়ে সিলেটের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে রাজনীতি করা কঠিন হবে।
সিলেট জেলার বি এন পি র নতুন ২২৩ সালের কমেটি সটিক বাবে হয়নি এবং নিরজাতিতো অনেক মামলা হামলার সিকার জারা হয়েছে অনেক কে বাদ দিয়ে কমেটি করা হয়েছে সেটা সিলেট বাসি মেনে নিবেনা