কলকাতা কথকতা
সততার প্রতীক মমতা বন্দোপাধ্যায়ই- ধর্ণা মঞ্চে বুক ঠুকে অভিষেক, বাম-কংগ্রেস মিছিলে সাড়া
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৫ অপরাহ্ন
শহীদ মিনারের সমাবেশ শেষ করেই আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো বুক ঠুকে অভিষেক বন্দোপাধ্যায় বলে গেলেন - সততার প্রতীক যদি কেউ থাকে তার নাম মমতা বন্দোপাধ্যায়। রাজ্যজুড়ে দুর্নীতির যে ঢেউ উঠেছে অনেকেই তার শরিক হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে যে মনে করেন তার কোনও ভিত্তি নেই। তৃণমূল কর্মীরা তা জানেন বলেই আজ দলে দলে এসেছেন। তাদের ধন্যবাদ। শহীদ মিনারের তলায় আজ তৃণমূল যুব ও ছাত্রদের সমাবেশে অভিষেক ছিলেন প্রধান বক্তা। তিনি বলেন, বাম - বিজেপি যোগাযোগ এক অশুভ বার্তা বহন করছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এদিন রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস পর্যন্ত বামেদের মিছিলেও দারুণ সাড়া দেখা যায়। বামেদের সঙ্গে পা মেলান কংগ্রেসিরাও। সাগরদীঘির পর বাম - কংগ্রেসকে আবার একসঙ্গে দেখা গেল।