কলকাতা কথকতা
কলকাতায় আসছেন সালমান, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৬:৫০ অপরাহ্ন

ইস্টবেঙ্গল ক্লাবের আমন্ত্রণে বলিউডের ‘ভাইজান’ সালমান খান কলকাতায় আসছেন ১২ই মে। তিনি ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন ১৩ই মে। সঙ্গে মঞ্চে থাকবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ ও প্রভু দেবা। এই জমকালো অনুষ্ঠানটির উদ্যোক্তা ইস্টবেঙ্গল ক্লাব। সালমানের তরফে মমতা বন্দোপাধ্যায়ের সময় চাওয়া হয়েছে ১৩ই মে দুপুরে। কেন সালমান মমতার সঙ্গে দেখা করতে চাইছেন তা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, কলকাতায় সালমানের অনুষ্ঠান হলে এটিই হবে বলিউড ‘ভাইজান’-এর প্রথম কলকাতা শো। ইস্টবেঙ্গল ক্লাব খবরটি গোপন রেখেছে। ইস্টবেঙ্গলের স্পন্সর সংস্থা ইমামি সালমানের সঙ্গে যাবতীয় যোগাযোগ রাখছে।