অনলাইন
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বুধবার গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে এ মামলা করেন। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, আইন নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী রাষ্ট্রসহ সবই চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, কিংবা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।
বুধবার ভোরে সাভারের বাসা থেকে শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়। তখন অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।
পাঠকের মতামত
বিএনপি যখন সংক্ষুব্ধ হয়ে মামলা করে তাৎক্ষণিকভাবে সেটা খারিজ হয়ে যায়। এটা কি আইনের শাসন?
কথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দেশটাকে । অতি উৎসাহী গোলাম কিবরিয়া কে ? তার আদ্যোপান্ত খুঁজে বের করা হউক ।
আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও স্মার্ট! কখনো মামলা করার চিন্তা করার সাথে সাথে আসামী ধরে তারপর মামলা দেয়! আবার কখনো মামলা হওয়ার সাথে সাথে আসামী ধরে আনে! হোক তা রাতের অনেক গভীর! সত্যমিথ্যা যা-ই হোক, সরকার এখন সাংবাদিক ফোবিয়ায় ভুগছে!
দেশটা মগের মুল্লুক