অনলাইন
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় মোড় এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. জাহিদুল ইসলাম জাহিদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা বারোটার দিকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী খাদিজা আক্তার জানান, আমরা খবর পেয়ে সানারপার স্থানীয় একটি হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায়। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় আমরা থাকতাম। আমার দুই ছেলে এক মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।