বাংলারজমিন
সিংগাইরে পিতা-মাতার অত্যাচারে পুলিশের উপস্থিতিতে বিষপানে আত্মহত্যা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার
জমি সংক্রান্ত বিরোধে পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের উপস্থিতিতে বিষপানে মারা গেছেন ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৫)। শনিবার বিকাল ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে গতকাল সকাল ১১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। স্থানীয় লোকজন ও নিহতের স্ত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান হোসেন তার পুত্রবধূ রোজিনাকে সুযোগ পেলেই যৌন হয়রানির চেষ্টা করতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। মঞ্জু তার স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাসায় থাকতেন। পরবর্তীতে বিষয়টি জমি সংক্রান্ত বিরোধে গড়ায়। লোকমানের বসতবাড়ির ২২ শতাংশ জমি পরিবারের সদস্যদের মধ্যে হাত বদলের পর সর্বশেষ দলিল মূলে মঞ্জু মালিক হন। ওই জমি নিজের নামে ফিরিয়ে নিতে পিতা লোকমান পারিবারিক চাপের পাশাপাশি স্থানীয় শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন সময় ওই জমি তার পিতাকে ফিরিয়ে দিতে মঞ্জুকে চাপ দেন।
পাঠকের মতামত
ত্রিভুজ প্রেম।
সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে, দুঃখজনক।